নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে ইতোমধ্যে সমালোচনায় পড়েন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এবার তিনি বললেন, প্রেসিডেন্ট পদের জন্য নারী উপযুক্ত নন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, 'নারীদের আবেগীয় ব্যাপারগুলো পুরুষদের থেকে আলাদা। তারা এ ধরনের পদের জন্য উপযুক্ত নয়।
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তার মেয়ে সারা দুতার্তে কারপিও। যিনি বর্তমানে দাভাও শহরের মেয়র। তার বাবাও এক সময় এই শহরের মেয়র ছিলেন। তিনি বাবার মতো অত্যন্ত জনপ্রিয়। মেয়ের নামে ছড়িয়ে পড়া ওই গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেন দুতার্তে।
প্রেসিডেন্ট দুতার্তে বলেন, আমার মেয়ে এই পদে প্রার্থী হওয়ার দৌড়ে নেই। আমি ইন্দেকে বলেছি সে যেন এদিকে না আসে। কারণ, আমি দেখতে পাচ্ছি, আমি যেসবের ভেতর দিয়ে যাচ্ছি তাকেও সেই (কঠিন) পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। দুতার্তের মেয়ে সারার ডাকনাম ইন্দে।
তিনি বলেন, এটি (প্রেসিডেন্ট পদ) নারীদের জন্য নয়। আপনারা জানেন, একজন নারী এবং একজন পুরুষের আবেগীয় সংগঠন সম্পূর্ণ আলাদা। আপনি এখানে এসে বোকা বনে যাবেন। ...এটা একটা দুঃখের কথা।
অবশ্য ফিলিপাইন এরই মধ্যে দুই জন নারী প্রেসিডেন্ট পেয়েছে। একজন গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো, অন্যজন কোরাজন অ্যাকুইনো।
আপাতদৃষ্টিতে মেয়ের প্রতি অপত্য স্নেহ থেকে দুতার্তে এমন কথা বলেছেন।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ