১৬ জানুয়ারি, ২০২১ ১৬:৫০

দ্য ব্লু লোটাস: এককালের প্রত্যাখাত শিল্পকর্ম রেকর্ডমূল্যে বিক্রি

অনলাইন ডেস্ক

দ্য ব্লু লোটাস: এককালের প্রত্যাখাত শিল্পকর্ম রেকর্ডমূল্যে বিক্রি

বেলজিয়ামের ইলাসস্ট্রেটর হার্জের আঁকা একটি ছবি বিক্রি হয়েছে ৩.৯ মিলিয়ন ডলারে। ১৯৩৬ সালে কালি ও জলরঙে আঁকা এই ছবিতে দেখা গেছে, ছোট্ট সাংবাদিক টিনটিন তার কুকুর স্নোয়িকে নিয়ে প্রকাণ্ড একটি ড্রাগনের হাত থেকে বাঁচতে একটি ফুলদানির ভেতর লুকানোর চেষ্টা করছে।

হার্জের টিনটিন সিরিজের ৫ম বই 'দ্য ব্লু লোটাস'-এ এটি ব্যবহৃত হওয়ার কথা ছিল। কিন্তু পুনরুৎপাদনে বেশি ব্যয় হবে এমন অজুহাতে তা বাতিল করে দেওয়া হয়। পরে এই শিল্পকর্মের সাধারণ একটি সংস্করণ ব্যবহৃত হয়েছিল বইয়ের প্রচ্ছদ হিসেবে।

বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় কমিক চরিত্রগুলোর মধ্যে টিনটিন অন্যতম। ক্ষুদে রিপোর্টার টিনটিন, মাথায় বাঁকানো লালচে-সোনালী চুল, আর সঙ্গী কুকুর স্নোয়ি, নানা রকম অ্যাডভেঞ্চার করে বেড়ায়। ১৯২০ এর দশকে টিনটিন চরিত্রটি সৃষ্টি করেন হার্জ। তার আসল নাম জজ রেমি।। ডজনখানেক ভাষায় টিনটিন অনূদিত হয়েছে। রেডিও, টিভি, চলচ্চিত্র, মঞ্চ ও ভিডিও গেমেও জায়গা করে নিয়েছিল টিনটিন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর