মিয়ানমারে নির্বাচিত সরকারকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের নতুন সংসদ অধিবেশনের ঠিক আগ মুহূর্তে মিয়ানমারের বেসামরিক নেতাদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি তিনি দেশটির আইনগত, নির্বাহী ও বিচারিক ক্ষমতা সেনাবাহিনীর নিকট হস্তান্তরের বিষয়ে তীব্র নিন্দা জানান।
জাতিসংঘের মহাসচিব আরও বলেন, নির্বাচিত সরকারকে সরিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল করার ঘটনা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা যে তলানি চলে যাচ্ছে তার প্রতিনিধিত্ব করছে।
এদিকে, এইচআরডাব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস অং সান সু চি এবং দেশটিতে গ্রেফতার হওয়া বেসামরিক নেতাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
তিনি এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর পদক্ষেপ সাধারণ মানুষের সরকার নির্বাচন করার অধিকারকে অসম্মান করেছে। তিনি বলেন, ‘আমরা সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া বেসামরিক নেতাদের নিরাপত্তার ব্যাপারে বেশ উদ্বিগ্ন।’ সামরিক বাহিনীর নিশ্চিত করা দরকার যে তাদের কাছে থাকার সময়ে গ্রেফতার ব্যক্তিদের কোনো নির্যাতন করা হবে না।
উল্লেখ্য, দেশটিতে গত বছরের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ক্ষমতাসীন সরকারকে আজ সোমবার এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। তাদের তরফে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং দেশ পরিচালনা করবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর