এদিন দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের ভিতরে প্রবেশ করে মার্কিন রণতরী ‘ইউএসএস রাসেল।’ যে অঞ্চলে মার্কিন রণতরীটি ঢুকেছে সেটিকে নিজেদের বলে দাবি করে চীন। এর মধ্যে চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের হানায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে আরও তিক্ততা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ২৩ জানুয়ারি দক্ষিণ চীন সাগরে ঢুকেছিল মার্কিন রণতরী। বাইডেন ক্ষমতায় আসার পর সেটাই প্রথমবার যখন দক্ষিণ চিন সাগরে ঢুকেছিল মার্কিন রণতরী।
বিডি-প্রতিদিন/শফিক