বিজেপি ধরাশায়ী হল ভারতের পঞ্জাবে পৌরসভা নির্বাচনে। সেখানে ভালো ফল করেছে কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সাবেক সহযোগী শিরোমণি অকালি দলও বড় ধাক্কা খেয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভারতে নয়া কৃষি আইনের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে কৃষক আন্দোলনের জেরে গেরুয়া শিবিরের এই বিপর্যয়।
উল্লেখ্য, পাঞ্জাবে গত ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ বুধবার সকাল থেকে পঞ্জাবের ৮টি পৌর কর্পোরেশন এবং ১০৯টি মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়।
এতে দেখা যাচ্ছে ৭টি কর্পোরেশনসহ অধিকাংশ পৌরসভা কংগ্রেস দখল করতে চলেছে। পাঞ্জাবের গুরুদাসপুর পৌরসভার ২৯টি ওয়ার্ডের সবগুলি কংগ্রেসের দখলে গেছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক