ইরান, রাশিয়া ও তুরস্ক এবার সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু করেছে রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে। রোনাভাইরাসের মহামারির কারণে কয়েক মাস স্থগিত থাকার পর এ আলোচনা ফের শুরু হলো।
গতকাল মঙ্গলবার সোচিতে শুরু হওয়া এ বৈঠকে ইরান, রাশিয়া ও তুরস্কের সিনিয়র পর্যায়ের বিশেষজ্ঞরা অংশ নেন। জাতিসংঘের একটি প্রতিনিধিদলও এতে উপস্থিত ছিল।
এ বৈঠক মূলত আস্তানা বৈঠক নামে পরিচিত। এর মাধ্যমে এ পর্যন্ত দুটি চুক্তি করা সম্ভব হয়েছে। ইরান, রাশিয়া ও তুরস্ক এ তিন দেশ আস্তানা আলোচনার মাধ্যমে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক