ফের কূটনৈতিক মঞ্চে ধাক্কা খেল পাকিস্তান। শ্রীলঙ্কার পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা বাতিল করা হয়েছে। জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ইমরান খান। সেখানে ২৪ ফেব্রুয়ারি দ্বীপরাষ্ট্রটির সংসদে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার।
তবে, গতকাল বুধবার শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার মাহিন্দা অভয়বর্ধন এ বিষয়ে বলেন, ‘বিশেষ কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পার্লামেন্টে বক্তৃতা বাতিল করা হয়েছে।’ বলা হচ্ছে, করোনা পরিস্থিতির কারণেই ইমরানের বক্তৃতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এর নেপথ্যে অন্য কারণ রয়েছে বলেই মত বিশ্লেষকদের বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, এই বক্তৃতা বাতিলের পদক্ষেপ 'তাত্পর্যপূর্ণ' বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। মূলত ইমরানের বক্তৃতায় ভারত বিরোধী কোনও বক্তব্য থাকুক তা চায় না কলম্বো।
সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক