আফগানিস্তান ও ইরানের হেরত সীমান্তে পুড়ে ছাই হয়েছে ৫০০ টি ট্যাঙ্কার। যার উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিধ্বংসী আগুনে ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটি ট্যাঙ্ক।
শনিবারের সেই বিধ্বংসী ঘটনার পর গতকাল বুধবার প্রকাশ্যে এসেছে অগ্নিকাণ্ডের উপগ্রহ চিত্র। অগ্নিকাণ্ড এতটাই মারাত্মক ছিল যে মহাকাশ থেকেও তা স্পষ্ট দেখা গেছে।
জানা গেছে, হেরত সীমান্ত আফগানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সীমান্ত পথেই আমেরিকার অনুমতি নিয়ে ইরান থেকে জ্বালানি ও তেল আনে আফগানিস্তান।
তবে সেই সীমান্তে অগ্নিকাণ্ডের ফলে বিপর্যস্ত হয়ে পড়ে ইরান-আফগান সংযোগ ব্যবস্থা। ইরান থেকে বন্ধ হয়ে যায় বৈদ্যুতিক ব্যবস্থা। যার ফলে বিদ্যুত্হীন হয়ে পড়ে হেরত।
উল্লেখ্য, শনিবারের এই ঘটনায় বিধ্বংসী আগুনে কারো প্রাণহানি না হলেও আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। সূত্র : টিভি নাইন।
বিডি-প্রতিদিন/শফিক