তীব্র তুষারপাতে কারণে বরফে ঢেকে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের প্রায় ৭০ লাখ বাসিন্দাকে সরবরাহ করা পানি পানের আগে গরম করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শীতকালীন ঝড়ে পানি শোধনাগারগুলোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারনে এই পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড ঝড়ের কারনে অন্তত ২১ জন মারা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এর মধ্যে টেক্সাসের বিস্তৃত অঞ্চল অন্ধকারে ডুবে রয়েছে।
চলতি শীত মৌসুমে টেক্সাসে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে শীতল তাপমাত্রা (মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে। এ কারনে উষ্ণ থাকার জন্য বাসিন্দাদের বিদ্যুতের চাহিদা বেড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় রাজ্যের বিদ্যুৎ বিভাগের ওপর চাপ বেড়েছে।
বুধবার টেক্সাসের কমিশন অন এনভায়রনমেন্ট কোয়ালিটির প্রধান টবি বেকার জানিয়েছেন, রাজ্যের দুই লাখ ৬০ হাজারের বেশি মানুষ পানি সরবরাহ জটিলতায় পড়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ