৬ মার্চ, ২০২১ ১৯:১৪

ভূমিকম্প হলেও সুনামির হাত থেকে রক্ষা পেল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

ভূমিকম্প হলেও সুনামির হাত থেকে রক্ষা পেল নিউজিল্যান্ড

ফাইল ছবি

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ফের আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প। আজ শনিবার রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, আজ স্থানীয় ভোর ছয়টা ১৬ মিনিটে নিউজিল্যান্ডের গিসব্রন থেকে ১৮১ কিমি দূরে এই ভূকম্পের উৎপত্তি হয়। 

এনিয়ে গতকাল শুক্রবারের পর আজও কয়েক কয়েক ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূকিমম্প আঘাত হানলো নিউজিল্যান্ডে। এদিকে, ভূকম্পের জেরে সুনামি হতে পারে ভেবে রেড অ্যালার্ট জারি করা হয়  দেশটির প্রশাসন। ভূমিকম্পের পর সুনামির ঢেউ ১০ ফুট উচ্চতায় পৌঁছাতে পারে বলে আগেই ধারণা করেছিল আবহাওয়াবিদরা। 

নিউজিল্যান্ডের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়। সুনামি আছড়ে পড়লে কারো যাতে কোনো রকম বিপদ না ঘটে সেজন্য আগেভাগেই সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তবে শেষপর্যন্ত সুনামি হয়নি। নিউজিল্যান্ডের বিভিন্ন অংশে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ অনুভব করা গেলেও এর আগে ভূমিকম্পের এত শক্তিশালী রূপ দেখেনি কেউ।

সূত্র : আজকাল।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর