৭ মার্চ, ২০২১ ১৩:৫৪

ভবিষ্যতে ভূমধ্যসাগরে সংযোগ হবে ইরানি রেলপথ

অনলাইন ডেস্ক

ভবিষ্যতে ভূমধ্যসাগরে সংযোগ হবে ইরানি রেলপথ

সারা বিশ্বের সাথে রেললাইন সংযুক্ত করে ইরান এবার ভূমধ্যসাগরের সঙ্গে রেলপথ সংযোগ স্থাপন করতে যাচ্ছে। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি শনিবার (৬ মার্চ) এ ঘোষণা দেন।

ইসহাক জাহাঙ্গিরি বলেন, 'বর্তমানে ইরানের সঙ্গে প্রায় সারা বিশ্বের রেললাইন সংযুক্ত রয়েছে। ইরাকের বসরা থেকে শালামচে পর্যন্ত রেললাইন চালু করার পর সিরিয়ায় রেললাইন পুনর্নির্মাণ করা হবে। যার ফলে প্রথমবারের মত ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত হবে ইরানের রেললাইন।'

তিনি আরও জানান, 'যেসব প্রতিবেশী দেশ সমুদ্রবন্দরের অভাবে আন্তর্জাতিক পানিসীমায় প্রবেশ করতে পারে না, সেসব দেশ আমদানি-রপ্তানির কাজে ইরানের সক্ষমতা কাজে লাগাতে পারবে।'

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর