শিরোনাম
৭ মার্চ, ২০২১ ১৮:৪৯

নির্বাচনের আগে জোরাল আন্দোলনের মুখে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

নির্বাচনের আগে জোরাল আন্দোলনের মুখে নেতানিয়াহু

ফাইল ছবি

চলতি মাসের ২৩ তারিখ ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে  সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলগুলোর ব্যর্থতায় গত দুই বছরে এটি চতুর্থ এই নির্বাচন। এমন সময় প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবির আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। 

গতকাল শনিবার রাতে দেশটির বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে সমবেত হয়। এ নিয়ে সাধারণ নির্বাচন ইস্যুতে ৩৭ সপ্তাহ ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে জোরাল আন্দোলন চলছে ইসরায়েল। 

উল্লেখ্য, দুর্নীতি ও করোনা ঠেকাতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগের দাবি করছেন। দুর্নীতির দায়ে জেরুসালেমের ডিস্ট্রিক্ট কোর্টে ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। সবমিলিয়ে নির্বাচন সামনে রেখে বেকায়দায় পড়েছেন নেতানিয়াহু।

সূত্র : ইয়েনি শাফাক।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর