৯ মার্চ, ২০২১ ১৫:৪০

সাজা বাতিল হওয়ায় আবারও নির্বাচনের সুযোগ লুলা দা সিলভার

অনলাইন ডেস্ক

সাজা বাতিল হওয়ায় আবারও নির্বাচনের সুযোগ লুলা দা সিলভার

লুলা দা সিলভা

ফৌজদারি দণ্ড বাতিল হয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার । এতে জনপ্রিয় এই নেতার রাজনৈতিক অধিকার সংরক্ষিত হওয়ার সাথে সাথে আগামী বছরের নির্বাচনের আসন গোড়ার সুযোগ তৈরী হল।

উচ্ছসিত লুলা টুইটে এক বিবৃতিতে বলেছেন, 'এই রায় কুরিটিবা’র ফেডারেল বিচার বিভাগের অযোগ্যতার বিষয়টি নিশ্চিত করেছে এবং আমরা যে সঠিক আইনি লড়াইয়ে ছিলাম তার স্বীকৃতি।'

রায়ে লুলার ২০২২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ খুলে গেছে। নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়বেন ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

প্রেসিডেন্ট বোলসোনারো বলেছেন, 'সুপ্রিম কোর্ট এই রায়ের বিরুদ্ধে আদেশ দেবে বলে তিনি আশাবাদী। যে বিচারক রায় দিয়েছেন, লুলার পিটি পার্টির সঙ্গে তার সবসময় শক্তিশালী সম্পর্ক ছিল।'

অন্যদিকে, বিচারপতি এডসন ফাচিন বলেন, 'কুরিটিবা’র আদালত লুলার দুর্নীতির অভিযোগ বিচারের এখতিয়ার রাখে না। তার অবশ্যই রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল আদালতে পুনঃবিচার হবে।'

উল্লেখ্য, লাতিন আমেরিকার সবচেয়ে জনবহুল এবং বড় অর্থনীতির দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন লুলা।

‘অপারেশন কার ওয়াশ’ নামে খ্যাত দেশটির সবেচেয়ে বড় দুর্নীতি তদন্তের ঘটনায় দুর্নীতি ও অর্থপাচারের দায়ে লুলাকে ২০১৭ সালে দোষী সাব্যস্ত করা হয়। পরের বছর তাকে কারাগারে পাঠানো হয় যার ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে ২০১৯ সালে তিনি ছাড়া পান।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর