জাপান সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান ও মার্কিন কর্মকর্তারা বলেছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এটি উত্তর কোরিয়ার প্রথম পরীক্ষা।
পিয়ংইয়াংকে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের রেজোলিউশনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় নিষেধ করা হয়েছিল।
জাপান বলেছে যে, তাদের ভূখণ্ডের জলসীমার মধ্যে এর কোনও ধ্বংসাবশেষ পড়েনি।
গত রবিবার হলুদ সাগরে দুটি নন-ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েকদিন পরই এই পরীক্ষা চালানো হলো। ক্রুজ মিসাইল পরীক্ষা করা নিষিদ্ধ নয়, তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে হুমকিস্বরূপ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা বলেন যে, এই পরীক্ষাগুলো এ অঞ্চলে সুরক্ষা ও শান্তির জন্য হুমকি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ