সম্প্রতি ছয় মার্কিনীসহ ৯ শিক্ষার্থীকে আটক করেছে চীনা পুলিশ। আটককৃত সকলেই সাংহাইয়ের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যারণরত। একই রাতে দুইটি পৃথক ঘটনার জের ধরে তাদের আটক করা হয়েছে। তবে আটকের ১১ থেকে ১৬ ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন মুখপাত্র জুন শিহ জানান, "কেন তাদেরকে আটক করেছিলো তা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানে না। আমাদের ধারণা পুলিশ কোনও নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে এমন করেছে।"
সূত্রের খবর, দুই মার্কিন শিক্ষার্থীকে বার থেকে আটক করা হয়। ওইদিন রাতেই এক জন্মদিনের পার্টি থেকে আরো সাতজন শিক্ষার্থীর একটি দলকে আটক করা হয়। এই ৭ জনের মধ্যে ৪ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। অন্যান্যরা ফিনল্যান্ড,মরক্কো ও মালোয়েশিয়ার নাগরিক। আটকের পর শিক্ষার্থীরা মাদক গ্রহণ করে কী না সে বিষয়ে পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষার ফলাফল নেতিবাচক আসে।
শিক্ষার্থীদের এই আটক প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম বলছে, চীনের মাদকবিরোধী বিরোধী নীতিমালার অংশ হিসাবে ওই শিক্ষার্থীদের আটক করা হয়েছিল নাকি চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির জের ধরে আটক করা হয়েছিল সেটি স্পষ্ট নয়। এদিকে, ওই মার্কিন শিক্ষার্থীরা বলছে, তাদেরকে বিনা দোষে আটক করা হয়েছিল। আমাদের একজনেরর মাথায় লাথি মারা হয়েছে। অপর এক নারীকে সাধারণ পোশাকে পুলিশ আটক করতে গেলে ধস্তাধস্তির সময় সে আহত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত