পুলওয়ামার স্মৃতি উস্কে জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ কনভয়ে আরও একবার হামলা চালাল জঙ্গিরা। এতে একজন সিআরপিএফ সেনাসহ ২ জন নিহত হয়। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর ওয়ান ইন্ডিয়ার।
জানা গেছে, সেন্ট্রাল কাশ্মীরের একটি জায়গায় ৭৩ সিআরপিএফ ব্যাটালিয়ানের কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আর তার জবাব দিতে শুরু করে সিআরপিএফও। তবে জঙ্গিদের গুলিতে মুহূর্তে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় কাশ্মীরের বুকে।
কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ওই হামলার নেপথ্যে লস্কর-ই-তাইয়্যেবা জঙ্গিদের হাত রয়েছে।হামলাকারীদের সন্ধানে গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হলেও এ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক