পাঁচশোর বেশি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ওয়েবসাইট ও নজরদারি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে চীনা হ্যাকাররা উইঘুর নেতাদের ওপর চরবৃত্তি করছিল। সম্প্রতি ফেসবুকের নিরাপত্তা সংস্থা এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
ফেসবুক জানিয়েছে, বিদেশে বসবাসকারী উইঘুর নেতা ও কর্মী, সাংবাদিক এবং বিক্ষুব্ধদের কম্পিউটার এবং স্মার্ট ফোন হ্যাক করার চেষ্টা করত চীনা হ্যাকাররা। তারা বিষয়টি ধরে ফেলে এবং হ্যাকিং অপারেশনে বাধা দিয়ে হ্যাকারদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। প্রায় এক শ'টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
এসব উইঘুর নেতা ও কর্মী অস্ট্রেলিয়া, কানাডা, কাজাখস্তান, সিরিয়া, তুরস্ক ও আমেরিকায় থাকেন। শিনজিয়াং থেকে হ্যাকাররা ৫০০ উইঘুর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছিল। চীন ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে শিবিরে রেখেছে বলে অভিযোগ। জাতিসংঘের মতে, উইঘুরদের ওপর অত্যাচার চালায় চীন। তারা এই অত্যাচার বন্ধের দাবি জানিয়েছে।
তবে যথারীতি চীন এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, উইঘুরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা উইঘুররা চীনের নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তারা অবিলম্বে উইঘুরদের ওপর অত্যাচার বন্ধ করার দাবি করেছেন। তাতে চীনের ক্ষোভ বেড়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির