নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরানো কঠিন হয়ে যাবে। এমনকি আরো এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি। খবর রয়টার্স এর।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা মে’র মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণরূপে প্রত্যাহার করার কথা ছিল। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, পয়লা মের সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে সেনাদের প্রত্যাহার করা কঠিন হয়ে যাবে। তবে আগামী বছরও যে সৈন্যরা সেখানে থাকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এক সাংবাদিক এ সময় প্রশ্ন করেন, এমনটা সম্ভব কি না যে আগামী বছরও সেনারা আফগানিস্তানে থাকবে? জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি ঠিক ছবি আঁকতে পারি না। এটি হচ্ছে ঘটনা। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই সময়সীমা নির্ধারণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাশাপাশি তিনি একটি চুক্তিও করেন। সেখানে বলা হয়, তালেবান ও আফগান সরকার যদি তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের অবসান ঘটায়, তাহলে অঞ্চলটি থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র।
বিডি-প্রতিদিন/শফিক