ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনের কারণে দেশটির কৃষিখাতে ১১ হাজার ১০০কোটি ডলারের ক্ষতি হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন ন্যাশনাল সালভেশন সরকারের কৃষি ও সেচ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রবিবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কৃষির সঙ্গে যুক্ত সরকারের ১৭২টি ভবন ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি বেসরকারি খাতের ২০৪টি কৃষি বিষয়ক ভবন ও স্থাপনা ধ্বংস করা হয়েছে।
এছাড়া আগ্রাসনে ইয়েমেনের ৮৯পানি সরবরাহ কেন্দ্র এবং জলাধার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি সৌদি জোটের হামলায় ২ হাজার ৩১৪টি খাদ্য গুদাম, ৭৫টি মার্কেট, ৪৫টি ইউনিয়ন এবং ২৯টি কৃষি পণ্য রপ্তানি কেন্দ্র ও হিমাগার ধ্বংস করা হয়েছে।
এ ব্যাপারে দেশটির কৃষি মন্ত্রী আব্দুল মালেক আল-তুহর বলেন, সৌদি আগ্রাসনে ইয়েমেনে কৃষিখাতের শতকরা ৫৬ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/আবু জাফর