ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু আলোচনার আরও একটি বৈঠক শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে- এখন দু’পক্ষের টেকনিক্যাল ও লিগ্যাল টিমের মধ্যে আলোচনা হবে।
ইরানের প্রধান আলোচক ও অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তেহরান দীর্ঘ কোনও আলোচনা চায় না এবং শিগগিরি যদি কোনও অগ্রগতি না হয় তাহলে আলোচনা বন্ধ করে দেবে।
এদিকে, আলোচনা এগিয়ে নিতে দু’পক্ষ দুটি ওয়ার্কিং গ্রুপকে দায়িত্ব দেবে যারা এ বিষয়ে টেকনিক্যাল আলোচনা করবে এবং মার্কিন সরকারের পক্ষ থেকে আরোপ করা যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তার তালিকা তৈরি করবে।
ভিয়েনা আলোচনায় অংশ নেওয়া দু’পক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকা তৈরির বিষয়ে একমত হয়েছে। আলোচকরা বলেছেন, এ ধরনের তালিকা ছাড়া আলোচনা কোনও কিছু সামনে এগুবে না।
ইরানের প্রধান আলোচক আব্বাস আরাকচি এবারের বৈঠককে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন। ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ভিয়েনায় এই আলোচনা অনুষ্ঠিত হল। হামলার পর ইরান ২০ মাত্রা থেকে ৬০ মাত্রায় ইউনিরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দিয়েছে।
বিডি প্রতিদিন/কালাম