১৬ এপ্রিল, ২০২১ ২১:৫৯

ভারতে আবারো স্বর্ণের বাজারে দরপতন

অনলাইন ডেস্ক

ভারতে আবারো স্বর্ণের বাজারে দরপতন

প্রতীকী ছবি

ভারতে বৈশাখের দ্বিতীয় দিনেও কমল সোনা-রুপার দাম। উৎসবের এই আমেজে স্বর্ণের বাজারে দরপতন হওয়ায় স্বস্তিতে ক্রেতারা। জানা গেছে, ১০ গ্রাম সোনার দাম প্রায় ১০০ রুপি কমেছে। তবে তাও ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৭ হাজার রুপির গণ্ডির উপরই রয়েছে। 

গত বছর সোনা যেই সর্বকালীন রেকর্ড তৈরি করেছিল, সেই গণ্ডি থেকে বর্তমানে সোনার দাম ৯২০০ রুপি কম। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বাড়েনি। এর আগে পয়লা বৈশাখ পর্যন্ত দাম বাড়লেও এদিন ফের একবার কমল সোনার দাম। গোল্ড ফিউচার্সে০.১২ শতাংশ কমে ১০ গ্রাম প্রতি সোনার দাম দাঁড়িয়েছে ৪৭ হাজার ১২০ রুপি। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর