পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সমালোচনাকারী আবসার আলম নামের এক প্রবীণ সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। নিজ বাসভবনের কাছে পার্কে হাঁটতে গেলে মঙ্গলবার (গত ২০ এপ্রিল) তিনি গুলিবিদ্ধ হন।
তিনি দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন, 'তার অবস্থা স্থিতিশীল।' এ ঘটনায় পাকিস্তানের সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যা দেশটির শাসক দলের সামরিক বাহিনী এবং তার মিত্রদের চাপের মুখে ফেলেছে।
এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, 'তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।' এছাড়াও তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির