মালয়েশিয়ার রানি তুনকু আজিজাহ আমিনাহ মাইমুনাহকে নিয়ে বিদ্রুপ করায় এক শিল্পীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ফাহমি রেজা নামের ওই শিল্পীকে আদালতে তোলার পর একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
অভিযোগ প্রমাণিত হলে ফাহমির তিন বছর পর্যন্ত সাজা হতে পারে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ফাহমি রেজা ১০১টি গানের তালিকা প্রকাশ করেছিলেন। সব গানেই 'ঈর্ষা' শব্দটি ছিল। তালিকায় ছিল রানির ছবিও।
এর আগে ২০১৮ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফাহমির একমাস জেল হয়েছিল। সেই ব্যাঙ্গচিত্র নাজিববিরোধী বিক্ষোভে বেশ জনপ্রিয় হয়েছিল। ২০১৮ সালে ক্ষমতা হারান নাজিব।
সূত্র : জাকার্তা পোস্ট
বিডি প্রতিদিন/ফারজানা