ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবার নিজ দেশের নির্বাচনী কমিশনের তদন্তের মুখে পড়েছেন। এ তদন্ত শুরু হয়েছে ডাউনিং স্ট্রিটে তার ফ্ল্যাটের সংস্কারকাজের অর্থায়ন ইস্যু নিয়ে। খবর বিবিসির।
জানা গেছে, ফ্ল্যাটটির সংস্কার কাজের অর্থায়নে কোনো অপরাধ হয়েছে বলে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কীভাবে সংস্কারের জন্য অর্থ প্রদান করা হয়েছিল তা ঘোষণা করার জন্য জনসন ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন।
বিবিসি জানিয়েছে, অনুদান প্রাপ্তি বিধিবিরোধী নয়, তবে রাজনীতিবিদদের অবশ্যই এগুলি ঘোষণা করতে হবে যাতে জনগণ দেখতে পা্য কে তাদের অর্থ দিয়েছে এবং তাদের সিদ্ধান্তে এর কোনো প্রভাব ছিল কিনা।
বিডি-প্রতিদিন/শফিক