ভালো চাকরির আশায় ইউরোপের দেশগুলোতে যাওয়ার পরিকল্পনা ছিল ২২৪ জন পাকিস্তানির।সম্প্রতি ইরান অবৈধ ২২৪ জন পাকিস্তানিকে গত ২৫ এপ্রিল দেশে ফেরত পাঠিয়েছে।
এদের মধ্যে ১৯৪ জন পাঞ্জাবের, ১৫ জন খায়বার পাখতুনখাওয়ার, আটজন আজাদ জম্মু-কাশ্মীরের, পাঁচজন বেলোচিস্তানের এবং দুজন সিন্ধু প্রদেশের। সরকারি কর্মকর্তারা বলছেন, ভ্রমণের বৈধ কাগজপত্র না থাকায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য জিম্মায় নেয় পাকিস্তানের ফেডারেল গোয়েন্দা সংস্থা (এফআইএ)।
বিডি প্রতিদিন / অন্তরা কবির