আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। আজ সোমবার সকালে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
গতকাল রবিবার রাতে জাবুলে বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন প্রদেশটির গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সিয়াল। তিনি জানান, বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশটিতে সহিংসতার পরিমাণ বেড়েছে। এর আগে গত শনিবার কাবুলে শিয়া অধ্যুষিত দাশতে বারচি এলাকায় একটি স্কুলে ভয়াবহ বোমা হামলায় প্রায় ৬০ জন নিহত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা