ভারতের উদ্বেগ বাড়িয়ে পূর্ব লাদাখের কাছে শিনজিয়ান প্রদেশে যুদ্ধবিমানের ঘাঁটি তৈরি করছে চীন। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। বলা হচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিমান নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আর সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ চীনের। খবর এবিপির।
গণমাধ্যমটি বলছেম, কাশগর ও হগান অঞ্চলে চীনের যুদ্ধবিমানের ঘাঁটি আছে। এই দু'টি বিমানঘাঁটি থেকে দীর্ঘদিন ধরে ভারত সীমান্তে যুদ্ধবিমান নিয়ে আসছে চীনের বিমানবাহিনী। এবার তারা নতুন করে আরও একটি বিমানঘাঁটি তৈরি করছে। এর ফলে চীনের বিমানবাহিনী ভারত সীমান্তে আরও বেশি যুদ্ধবিমান রাখতে পারবে।
লাদাখ অঞ্চলে এতদিন চীনের বায়ুসেনার চেয়ে সুবিধাজনক অবস্থায় ছিল ভারত। কারণ, ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি চীনের তুলনায় লাদাখের অনেক কাছে। কিন্তু এবার সেই দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে চীনের বিমানবাহিনী। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম নেওয়ার পর লাদাখ অঞ্চলে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে চলেছে চীন।
বিডি-প্রতিদিন/শফিক