ভারত নিয়ন্ত্রিত জম্মুর বিমান ঘাঁটির পাশে আবারও অত্যাধুনিক ড্রোন উড়তে দেখা গেছে। আজ বুধবার সকালে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এরপর বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন দেশটির সেনা ও সামরিক মহল।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুতে একর পর এক ড্রোন উড়ার ঘটনায় পাকিস্তান জড়িত। তারাই নতুন এই ষড়যন্ত্র করছে। এদিন ভোর ৪টার দিকে ড্রোনটি নজরে আসে। ড্রোনটি মূলত ভারতের সাতওয়ারি বিমান ঘাঁটি থেকে আকাশপথে মাত্র কয়েকশত মিটার দূরত্বে উড়তে দেখা যায়।
এ বিষয়ে জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, ড্রোন হামলার পেছনে নিশ্চয়ই কোনো সন্ত্রাসী দলের ইন্ধন আছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
এর আগে গত ২৭ জুন বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলায় বিস্ফোরক ব্যবহার করেছিল। আহত হয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর দুই সদস্য।
বিডি প্রতিদিন/আবু জাফর