তাইওয়ান ইস্যুতে ফের জাপানের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা উসকে দিল চীন। এমনকি পরমাণু বোমা ব্যবহারের হুমকিও দেওয়া হয়েছে বেজিংয়ের পক্ষ থেকে। জাপানকে হুঁশিয়ারি দিয়ে চীনা কমিউনিস্ট পার্টি এক ভিডিও বার্তায় জানিয়েছে, ‘জাপান যদি তাইওয়ানকে সাহায্য করে, তাহলে পরমাণু বোমায় তার জবাব দেওয়া হবে। চীন যদিও যুদ্ধে ‘ফার্স্ট নিউক্লিয়ার স্ট্রাইক’ বা প্রথম আণবিক হামলা না চালাতে বদ্ধপরিকর। কিন্তু জাপান এক্ষেত্রে ব্যতিক্রম।’ খবর ডেইলি মেইলের।
এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, গত রবিবার ইউটিউবের মতো চীনের নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম ‘শিগুয়া’–তে একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে জাপানের উদ্দেশে চীনা কমিউনিস্ট পার্টি এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।ওই ভিডিওতে আরও বলা হয়েছে, তাইওয়ান চীনের অংশ। দ্বীপরাষ্ট্রটিকে ‘মুক্ত করার’ অভিযান চালাবে বেইজিং। আর সেই কাজে বাধা দিলে যুদ্ধ হবে। আর তার ফল ভোগ করতে হবে টোকিওকে।
উল্লেখ্য, গত মার্চ মাসে কমিউনিস্ট দেশটির কার্যকলাপ নজরে রেখে নতুন চুক্তিতে সই করেছে আমেরিকা ও তাইওয়ান। সমুদ্রে চীনা নৌবহরের আগ্রাসী কার্যকলাপের কথা মাথায় রেখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকা ও জাপানের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে। ওই জোটের পাশে দাঁড়িয়েছে জাপানও। আর তার ফলে জাপানের সঙ্গে চীনের সংঘাতের আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। সূত্র : আজকাল ও ডেইলি মেইল।
বিডি-প্রতিদিন/শফিক