৪ আগস্ট, ২০২১ ১৯:৫৯

লেবানন থেকে ইসরায়েলে আঘাত হানলো ৩টি রকেট

অনলাইন ডেস্ক

লেবানন থেকে ইসরায়েলে আঘাত হানলো ৩টি রকেট

ফাইল ছবি

ইসরায়েলে তিনটি রকেট আঘাত হেনেছে লেবানন থেকে। এ ঘটনার পরপরই ইসরায়েলের সীমান্তবর্তী কাইরাত শিমোনা শহরসহ আরো কয়েকটি এলাকায় সাইরেন বাজিয়ে সতর্কতা সংকেত দেওয়া হয়।

ইসরায়েলের কাইরাত শিমোনা শহরের কাছে একটি রকেটটি বিস্ফোরিত হয়। সেখানে রকেটটি বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ার চিত্র উঠেছে এ ঘটনার একটি ভিডিওতে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, শহরের মেয়র লোকজনকে বোম-শেল্টারে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোকজনকে সেখানে থাকতে হবে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে তিনটি রকেট ছোঁড়া হয়েছে। এরমধ্যে একটি লেবানন সীমান্তেই পড়ে, বাকি দুটি ইসরায়েলের ভেতরে খোলা জায়গায় আঘাত হানে। রকেট হামলার জবাবে ইহুদিবাদী সেনারা কামানের গোলাবর্ষণ করে।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর