৪ আগস্ট, ২০২১ ২৩:১৪

পদত্যাগের দাবি নাকচ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

পদত্যাগের দাবি নাকচ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ফাইল ছবি

১১ জন সংসদ সদস্য সমর্থন প্রত্যাহারের পর আস্থা ভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। একইসঙ্গে পদত্যাগের দাবি নাকচ করেছেন তিনি। মুহিউদ্দীন দাবি করেন, বেশিরভাগ সংসদ সদস্য এখনো তার প্রতি সমর্থন দিচ্ছেন।

আজ বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এমনটাই জানিয়েছেন বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে পার্সটুডে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, সুলতান আব্দুল্লাহ আহমদ শাহের সমর্থন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ, তিনি একমত হয়েছেন যে, আমি ক্ষমতায় থাকি।

উল্লেখ্য, করোনাভাইরাস মাহামরি মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনার অভাব এবং অযৌক্তিকভাবে দেশজুড়ে জরুরি অবস্থা জারির অভিযোগে মুহিউদ্দীনের পদত্যাগের দাবিতে মালয়েশিয়াজুড়ে বিক্ষোভ চলছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর