আফগানিস্তানে একের পর এক এলাকা, প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে তালেবান যোদ্ধারা। মানুষজন ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় রাত্রি যাপন করছে। এমন পরিস্থিতিতে কড়া বার্তা দিল জার্মানি। তালেবান শরিয়াহ আইন চালু করলে আফগানিস্তানকে সাহায্য হিসেবে কোনও অর্থ দেবে না জার্মানি। জার্মান সংবাদমাধ্যম জেডডিএফকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এ কথা বলেছেন।
তিনি জানিয়েছেন, তালেবান জানে বিদেশি সাহায্য ছাড়া আফগানিস্তান টিকে থাকতে পারবে না।
মাস বলেন, ‘তালেবান যদি দেশটির পুরো নিয়ন্ত্রণ নেয়, শরিয়াহ আইন ও খিলাফত ব্যবস্থা চালু করে তাহলে আমরা এক পয়সাও পাঠাবো না।’
আফগানিস্তানকে সহায়তা হিসেবে বছরে ৫০ কোটি ৪০ লাখ ডলার দিয়ে থাকে জার্মানি। যুদ্ধপীড়িত আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা দেশ হচ্ছে জার্মানি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ