ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭. ২। আজ শনিবার এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।
বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।
হাইতির নাগরিক সুরক্ষার পরিচালক জেরি চ্যান্ডলার এএফপিকে বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখনও সঠিক সংখ্যা জানা যায়নি।’
ওই অঞ্চলের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, সেখানে প্রাণহানি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবনের ছবি শেয়ার করা হয়েছে।
ভূমিকম্পে ভবন ভেঙে যাওয়ার আশঙ্কায় ঘরবাড়ি থেকে নেমে বাইরে চলে আসেন লোকজন। সেইসঙ্গে আঞ্চলিক সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেটিট ট্রু দে নিপ্পস শহর থেকে ৮ কিলোমিটার দূরে।
তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, এই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সূত্র : বিবিসি, রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ