শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
স্থানীয় গণমাধ্যম বলছে, পেরিভিলে শহর থেকে ১১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিল ২১ কিলোমিটার। এটি তীব্র ভূমিকম্প হলেও সুনামির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই পেরিভিলে শহরে আরও একটি শক্তিশালীয় ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ২। সে সময় ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক