আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিতেই সেখানকার ভারতীয় দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট করা হয়।
হ্যাক হয়ে যাওয়া ওই টুইটার হ্যান্ডেল থেকে আফগান ছেড়ে পালিয়ে যাওয়া আশরাফ গনিকে আক্রমণ করে টুইট করা হয়। তাতে এই পরিস্থিতে দেশ ছাড়ার জন্যে তোপ দাগা হয় তার বিরুদ্ধে। যদিও ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। সেই টুইটটি মুছেও ফেলা হয় পরে।
বিডি প্রতিদিন/কালাম