প্রতিবেশী আফগান সীমান্তে তালেবানের সঙ্গে ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়নি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংঘর্ষের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। সূত্রটি বলেছে, প্রতিবেশী আফগান সীমান্তে কোনও সমস্যা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র রবিবার বলেছে, ইসলাম কালা সীমান্তে তালেবান ও ইরানি সীমান্ত রক্ষীদের মধ্যে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে একজন তালেবান সদস্য ভুল করে ইরান সীমান্তে ঢুকে পড়ে এবং তাকে ইরানের সীমান্ত আইন জানিয়ে ফেরত দেওয়া হয়েছে।
ওই সূত্র মিথ্যা খবর বিশ্বাস না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছিলেন, “ইরান-আফগান সীমান্তে পূর্ণমাত্রায় নিরাপত্তা বিরাজ করছে। এ নিয়ে লোকজনকে মোটেই চিন্তিত হতে হবে না। প্রতিবেশী দেশটির সমস্ত ঘটনাবলীর দিকে সবসময় আমাদের নজর রয়েছে।”
বিডি প্রতিদিন/কালাম