তালেবান কাবুলে প্রবেশ করতেই আফগানিস্তান ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গানি। তিনি তালেবানকে বিজয়ী ঘোষণা করেছেন। তার দাবি, রক্তপাত এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি কোন দেশে আশ্রয় নিয়েছেন তা এখনো নিশ্চিত নয়। আশরাফ গানির আশ্রয়স্থল হিসেবে তাজিকিস্তান ও উজবেকিস্তানের নাম বেশি শোনা যাচ্ছে। এদিকে, আশরাফ গানির এমন পলায়নপর আচরণে বিরক্ত স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ তাকে ‘কাপুরুষ’ বলেও আখ্যা দিয়েছেন।
আফগানিস্তানে এখন কোনো সরকার নেই, তালেবানের দখলদারিত্বে ভীত হয়ে হাজার হাজার আফগান অসহায় হয়ে বিমানবন্দরে জড়ো হয়েছেন। হুমড়ি খেয়ে বিমানে উঠার চেষ্টা করছেন। কিন্তু বিমানবন্দরের নিয়ন্ত্রণ আবার যুক্তরাষ্ট্রের হাতে। তারা অগ্রাধিকার ভিত্তিতে নিজ দেশের কর্মীদের আফগানিস্তান থেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আফগানিস্তানের বিমানবন্দরে জড়ো হওয়া আফগানদের ছত্রভঙ্গ করতে মার্কিন সেনারা ফাঁকা গুলিও ছুড়েছে।
এখন অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান বর্তমান সরকারের কর্তব্যক্তিরা। তবে তালেবান সরাসরিই ক্ষমতা দখলে নিতে চায়।
সূত্র : বিবিসি ও হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা