তালেবানের দখলে আসার পর আফগানিস্তানের রাজধানী কাবুল ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের সড়কগুলো ফাঁকা হয়ে গেছে। সেখানে এখন পিনপতন নীরবতা।
কার্পেট, অলঙ্কারের দোকান, ছোট ছোট ক্যাফে বন্ধ রাখা হয়েছে। দোকান মালিকরা বলছেন, তারা তাদের জিনিসপত্র বাঁচাতে দোকান বন্ধ করে দিয়েছেন। এক মালিক জানান, তিনি পুরোপুরিভাবে হতাশ। তালেবানের রাজধানী দখলে তিনি হতচকিত হয়ে পড়েছেন। এর মধ্যে প্রেসিডেন্ট আশরাফ গানি এমন দুর্বিষহ পরিস্থিতিতে দেশ ছেড়ে চলে গেছেন।
আফগানিস্তান পুরোপুরি তালেবানের দখলে চলে যাওয়ার পর সরকারি অফিসগুলোও বন্ধ। কাবুলের নিকটস্থ দূতাবাস এলাকাও নীরব। কূটনীতিক ও তাদের পরিবারবর্গ আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে।
যদিও তালেবান আশ্বস্ত করে বলছে, আফগানরা খুব দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
বিডি প্রতিদিন/ফারজানা