যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পরে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর এক টুইট বার্তায় কাবুল বংশোদ্ভূত লেখক খালেদ হোসেইনি বলেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দেশটির নাগরিকরা প্রত্যাশা করেন না।
তিনি টু্ইট বার্তায় ‘প্রে ফর আফগানিস্তান’ হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। এরপর আফগানরা যে দুঃস্বপ্নের আশঙ্কা করেছিলেন, সেটি এখন আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে। আমরা এমন মানুষদের ছেড়ে যেতে পারি না, যারা গত ৪০ বছর ধরে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। আর আমরা অবশ্যই আফগান নারীদের ঘরের মধ্যে এবং পর্দার আড়ালে নিস্তেজ হতে দেব না।
খালেদ হোসেইনি কাবুলে জন্মগ্রহণ করেন এবং ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার ‘দ্য কাইট রানার’, ‘আ থাউজেন্ড স্প্লেনডিড সানস’ এবং ‘অ্যান্ড দ্য মাউন্টেনস ইকোড’ লেখার জন্য পরিচিত।
এদিকে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এক টুইট বার্তায় লেখেন, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় আমরা সম্পূর্ণ হতভম্ব হয়ে যাই। আমি সেখানকার নারী, সংখ্যালঘু ও মানবাধিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য গভীর চিন্তিত। আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় শক্তিগুলোকে অবিলম্বে দেশটিতে যুদ্ধবিরতি আহ্বান করতে হবে। পাশাপাশি সেখানে জরুরি মানবিক সহায়তা দিতে হবে। এছাড়াও শরণার্থী ও বেসামরিক লোকদের রক্ষা করতে হবে।
প্রসঙ্গত, বর্তমানে আফগানিস্তান কার্যত তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়ে তারা। সেখানে তালেবান যোদ্ধারা সশস্ত্র পাহারা বসিয়েছে। পাশাপাশি তারা কাবুলের অধিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর