তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বারাদারের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস।
সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতার সাথে গোপনে এক বৈঠকে মিলিত হন সিআইএ প্রধান।
মঙ্গলবার মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, সোমবার কাবুলে তালেবান নেতার সাথে গোপনে সিআইএ প্রধান এক বৈঠকে মিলিত হন।
কাবুল বিমানবন্দরে চলমান মার্কিন ও অন্য দেশের নাগরিকদের আফগানিস্তান থেকে বের করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলমান অবস্থায় এই বৈঠক হলো। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এদিকে, সিআইএর একজন মুখপাত্র বলেছেন, পরিচালকের ভ্রমণ বা বৈঠকের বিষয়ে কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। বৈঠকের বিষয়েও বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার না করলে এর সমুচিন জবাব দেওয়া ঘোষণা দিয়েছে তালেবান। তারা বলছে, বিদেশি সেনাদের সরিয়ে নিতে সময়সীমা বৃদ্ধি করা হবে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন