আফগানিস্তানে তালেবানবিরোধী একটি বিদ্রোহী গোষ্ঠী বলছে যে তাদের হাজার হাজার সদস্য যুদ্ধ করতে প্রস্তুত। ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলী নাজারি বলেছেন, তারা শান্তিপূর্ণ সমঝোতা চান। কিন্তু যদি তা ব্যর্থ হয় তাহলে আমরা কোনো ধরনের আগ্রাসন মেনে নেব না।
এদিকে তালেবান বলছে, পানশির উপত্যকায় এই গোষ্ঠীটির শক্তিশালী ঘাঁটি তারা ঘিরে ফেলেছে এবং বিরোধীদেরকেও ঘেরাও করা হয়েছে। ওই গোষ্ঠীটির সদস্যরাও বলেছেন, রাজধানী কাবুলের উত্তর-পূর্বাঞ্চলের দিকে এখন অগ্রসর হচ্ছে তালেবান।
তালেবানের হাতে ক্ষমতা হারানো আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এখন পানশিরে রয়েছেন। তিনিও এক টুইট বার্তায় জানিয়েছেন, তালেবান ওই উপত্যকার প্রবেশমুখে তাদের বাহিনী জড়ো করছে। হামলা ঠেকানোর জন্য পানশির অঞ্চল বিশেষ করে পানশির উপত্যকার সুনাম রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল