ভারতে বদলির প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে দেশটির রাজ্য সরকার। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারী শিক্ষিকরা। পুলিশ তাদের বাধা দিতে গেলে হঠাৎই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তারা। সঙ্গে সঙ্গে অসুস্থও হয়ে পড়েন শিক্ষিকারা। পুলিশ পাঁচজনকেই হাসপাতালে নিয়ে যায়। ওই পাঁচ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কিন্তু দাবিদাওয়া আদায়ের ক্ষেত্রে এ ভাবে আত্মহত্যা চেষ্টা করার ঘটনা ভালো ভাবে নেয়নি শিক্ষা অধিদফতর। সরকার যে এ বিষয়ে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে তার ইঙ্গিত মিলেছে শাসকদলের এক প্রবীণ নেতার কথায়। তিনি বলেন, ‘‘দাবি আদায়ের জন্য এমন ঘটনা ঘটানো উচিত হয়নি।’’
এ ছাড়া, প্রশাসনও যে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে তারও ইঙ্গিত মিলেছে। সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল।
অসুস্থ পাঁচ শিক্ষিকাই ঐক্য মঞ্চের সদস্য। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে বিষ খাওয়ার আগে তাদেরই একজন অণিমা নাথ বলেন, ‘‘শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের বদলি করেছেন। আমরা দক্ষিণ ২৪ পরগনা জেলায় থাকি। অথচ আমাদের বদলি করা হয়েছে কোচবিহারে।’’ ছবি চাকী নামের এক শিক্ষিকাও বিকাশ ভবনের ওই আন্দোলনে ছিলেন। তিনি বলেন, ‘‘আমাদের যা বয়স, তাতে আমাদের অত দূরে গিয়ে চাকরি করা সম্ভব নয়। তাই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি।’’ এর পরেই পুলিশ তাদের বাধা দেয়। এবং সঙ্গে সঙ্গেই তারা বিষ খাওয়ার চেষ্টা করেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/হিমেল