গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির ক্ষমতা দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।
তালেবানের ক্ষমতা দখলের পর বিদেশি সেনাদের সহায়তাকারী আফগানদের দেশত্যাগের হিড়িক পড়ে যায়। এতে করে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যা এখনও অব্যাহত। ফলে আমেরিকাসহ বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হচ্ছে। তবে আগামী ৩১ আগস্টের মধ্যে বিদেশিদের সরিয়ে নেওয়ার কাজ শেষ করতে হবে বলে ইতোমধ্যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে তালেবান। অন্যথায় ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
এমতাবস্থায় প্রকাশ্যে এল আফগানিস্তানে দুই মার্কিন আইনপ্রণেতার সফরের বিষয়টি।
জানা গেছে, মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের দুই সদস্য এই অস্থিরতার মধ্যেও আফগানিস্তান সফর করেছেন। ডেমোক্র্যাটের শেখ মুলটন ও রিপাবলিকান পিটার মেইজার। তারা ইরাক যুদ্ধে ছিলেন।
এই পরিস্থিতে আফগানিস্তান সফর করায় হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
সেই সঙ্গে আফগান পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যা দিয়ে এই মুহূর্তে সেখানে ভ্রমণে যাওয়া থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান ন্যান্সি পেলোসি। সূত্র: পলিটিকো
বিডি প্রতিদিন/কালাম