গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকেই দেশজুড়ে দেখা যায় বিশৃঙ্খলা। কাবুল দখলের পর দেশ ছাড়ার হিড়িক পড়ে আফগানদের মধ্যে। রাজধানীর হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের দেশ ছাড়ার চিত্র ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
প্রথম আফগান নারী মেয়র জারিফা গাফারির মতে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সৃষ্টির জন্য পরিষ্কার প্রভাব রেখেছে পাকিস্তানের। খবর এএনআই।
তালেবান কর্তৃক ক্ষমতা দখলের কারণে পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে দোষারোপ করেছেন জারিফা। তিনি বলেন, আফগানিস্তান এখন যে পরিস্থিতির মোকাবিলা করছে তার জন্য স্থানীয় মানুষ, রাজনীতিবিদ ও আন্তর্জাতিক সম্প্রদায় দায়ী। স্থানিয়রা কখনোই তালেবানের বিপক্ষে আওয়াজ তোলেনি।
তিনি আরও বলেন, আমি কাওকে ক্ষমা করতে পারবো না। আমার ২০ বছরের সব অর্জন মাটিতে মিশে গেলো। দেশত্যাগ না করলে তারা একে সবাইকে মেরে ফেলতো। আমাকেও তারা রেহাই দিতো না।
উল্লেখ্য, তালেবান কর্তৃক ক্ষমতা দখলের পরেই জার্মানি চলে গেছেন জারিফা। দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম নারী মেয়র তিনি। মাত্র ২৬ বছর বয়সে আফগানিস্তানের ওয়ারদাক রাজ্যের মাইদান শহরের মেয়র হিসেবে নির্বাচত হন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ