বিদ্রোহী গোষ্ঠী তালেবান দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে। গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এরপর থেকেই দেশজুড়ে দেখা দিয়েছে উত্তেজনা। রাজধানীর হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের দেশ ছাড়ার চিত্র ইতোমধ্যে ভাইরাল হয়েছে। উত্তেজনা দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলেও।
এমন পরিস্থিতির মাঝেই তালেবানদের বিজয় উদযাপন করছে পাকিস্তানীরা। তালেবানদের এমন বিজয়কে "মার্কিন ব্যর্থতা" বলে অবিহিত করছে দেশটির নেটিজেনরা। এমনটাই উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এর বরাতে জানা যায়, আফগানিস্তানে তালেবানদের বিজয়ে মিষ্টি বিতরণ করেছে পাকিস্তানের বেশ কয়েকটি ইসলামপন্থী সংগঠন। পাশাপাশি ইসলামাবাদের একজন উর্ধ্বতন কর্মকর্তা দক্ষিণ এশিয়াকে নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের মূল্যায়নকে উপহাস করেছেন।
এদিকে তালেবানরা পুরোপুরি আফগান দখলের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী এক টুইট বার্তায় বলেন, "আফগানিস্তান বর্তমানে দুর্নীতিগ্রস্ত গনি সরকার থেকে তালেবানদের কাছে ক্ষমতা স্থানান্তর কার্যত মসৃণ হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ