৩৫ বছর বয়সী মাহমুতজান মেমেটজান একজন উইঘুর উদ্যোক্তা। করতেন রিয়েল এস্টেটের ব্যবসা। চার বছর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনে ফেরেন। এরপর থেকে তিনি নিখোঁজ। এখন জানা যাচ্ছে, চীনের জিনজিয়াং প্রদেশের এক বন্দিশালায় তাকে আটকে রাখা হয়েছে।
রেডিও ফ্রি এশিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে এএনআই।
খবরে বলা হয়েছে, মাহমুতজান মেমেটজানকে ২০১৭ সালে কর্তৃপক্ষ তুলে নিয়েছিল। সে বছরই জিনজিয়াং প্রদেশজুড়ে ব্যাপক হারে বন্দিশিবির চালু করা হয়। চীনা কর্তৃপক্ষ জিনজিয়াংয়ের অসংখ্য উইঘুর ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যক্তিকে লক্ষ্য করে গ্রেফতার করেছে।
মাহমুতজান ও অন্য উদ্যোক্তারা ২০১৬ সালের 8 থেকে ২২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গ্রুপ ব্যবসায়িক সফরে যান। ২০১৭ সালের মে মাসে অর্থাৎ প্রতিনিধি দলটি দেশে ফেরার পর ইয়েঙ্গিশের কাউন্টি পুলিশ মাহমুতজানকে আটক করে। সেইসঙ্গে তার মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে।
এই রিয়েল এস্টেট বিনিয়োগকারী, যিনি মেহজান আলকুত নামেও পরিচিত, তিনি কাশগর (কাশী) প্রদেশের ইয়েঙ্গিশের (চীনা, শুলে) কাউন্টিতে বসবাস করতেন। যেখানে তিনি কাশগার আলকুত রিয়েল এস্টেট কোম্পানি পরিচালনা করতেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ