ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মাদ যিবাখ্শ জানিয়েছেন, আফগানিস্তানের কিছু বিমান ইরানে রাখার অনুমতি দেওয়া হয়েছে। এরইমধ্যে কয়েকটি বিমান ইরানে অবতরণ করেছে।
জানা গেছে, কাবুল বিমানবন্দরে সংঘর্ষ ও সহিসংতা বেড়ে যাওয়ায় আফগানিস্তানের প্রাইভেট বিমান সংস্থা ‘কম এয়ার’ তাদের কিছু বিমান ইরানে রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিল। এরপর আমরা কাবুল বিমানবন্দর থেকে এই কোম্পানির কয়েকটি বিমান ইরানে আনার অনুমতি দিয়েছি।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী কাবুল দখল করার পর সেখানকার বিমানবন্দরে দেশত্যাগে আগ্রহীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় সেখানে বিশৃঙ্খলা ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক