বিগত ২০ বছরে আফগানিস্তানে ব্রিটেনকে সেদেশের যেসব নাগরিক সহায়তা করেছে তাদের একটি তালিকা হাতে পেয়েছে তালেবান। এতে ব্রিটিশ সরকারকে সহায়তাকারী ওই সব আফগানদের ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য রয়েছে।
টাইমস ইউকে- এর বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের ব্রিটেন দূতাবাস থেকে তালিকাটি জব্দ করেছে তালেবান। গত ১৫ আগস্ট কাবুল দখলে নেওয়ার পর তড়িঘড়ি করে দূতাবাস ছাড়তে গিয়ে বিভিন্ন দলিল-দস্তাবেজ ছাড়া পড়ে। এর মধ্যে ব্রিটেনকে সহায়তাকারীদের আফগানদের তালিকাও রয়েছে, যেগুলো দূতাবাসের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তালেবান সেগুলো জব্দ করেছে।
তালেবানের হাতে তালিকা চলে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে দেশটির এসব নাগরিকদের মধ্যে। তাদের আশঙ্কা, তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে যেকোনও চরম প্রতিশোধ নিতে পারে তালেবানরা।
বিডি প্রতিদিন/কালাম