আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।
এদিকে, কাবুলে শক্তিশালী আরও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে তৃতীয় বিস্ফোরণটি মার্কিন সেনা কর্তৃক গোলাবারুদ ধ্বংসের বলে দাবি করেছে তালেবান। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের একজন মুখপাত্র বলেছেন- স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তৃতীয় যে বিস্ফোরণের খবর এসেছে সেটি ছিল মার্কিন সেনা কর্তৃক গোলাবারুদ বিস্ফোরণের।
এদিকে, আল-জাজিরার সাংবাদিক রব ম্যাকব্রাইড জানিয়েছেন, ভয়াবহ শব্দে তৃতীয় বিস্ফোরণটি ঘটেছে।
বিডি প্রতিদিন/কালাম