গ্রিসের সামোস দ্বীপের কাছে সোমবার একটি ব্যক্তিগত বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন। গ্রিক নৌবাহিনী এ খবর জানিয়েছে।
বিমানটিতে একজন নারী ও একজন পুরুষ ছিল বলে রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি ইসরায়েল থেকে সামোসে যাচ্ছিল। বিমানবন্দরে অবতরণের অল্প আগে এতে বিস্ফোরণ ঘটে।
ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা জাকা খবরটি নিশ্চিত করেছে।
বিমানের নিহত দুই আরোহী ইসরায়েলের নাগরিক বলে মনে করছে সংস্থাটি।
বিডি প্রতিদিন/কালাম